সারা বিশ্বে যখন ঘটে চলেছে মূল্যবৃদ্ধি তখন হয়ত আপনি দোকানে যান- এটা ওটা কেনেন- এমনভাবে কিনতে থাকেন যেন দাম-যোগান স্বাভাবিকই আছে। আগের মত করেই আগের সব জিনিস আগের পরিমানেই স্বচ্ছন্দের সাথে কিনে বাসায় ফেরেন।
আপনি কাউকে নিয়ে রেঁস্তোরায় যান কিংবা কোন গিফট কিনে দেয়ার জন্য কোন দোকানে ঢোকেন- আপনি হয়ত মূল্যের দিকে চোখই রাখেননা। আপনার চিন্তা এমন যে, কিইবা এমন খাবে কিইবা এমন কিনবে! আমার কাছে ক্যাশ তো আছেই। ক্যাশে না কূলালে ডেবিট কার্ড, ডেবিটে না কূলালে ক্রেডিট- আমার জন্য এ কোন ব্যাপারই না।
কিন্তু অনেকেই আছে এমন যারা মূল্যবৃদ্ধিতে কোণঠাসা অবস্থায় উপনীত হয়েছে। একটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দিকে হাত বাড়াতে গেলেও পুরো মাসের আয়-ব্যয়ের খাতা তাদের চোখের সামনে পর্দা হয়ে জিনিসটিকে আড়াল করে দেয়। অনেকেই রেস্টুরেন্ট কিংবা গিফটের দোকানে যান অল্প কিছু টাকা নিয়ে। তারা অন্তর্চক্ষু দিয়ে একটি সাদা কাগজের উপর দৃষ্টি দেন। কাগজটির একপাশে পকেটের টাকার অংক অন্যপাশে যা যা ওর্ডার করা হবে তার মূল্যের অংক। অনেক বাছ-বিবেচনা করে অনেক কম্বিনেশন মিলিয়ে ইচ্ছায় খানিক অপূর্ণতা রেখেই তারা তাদের ক্রয়টি করেন। তাদের পকেটের টাকাগুলো না জানি কতদিন ধরে কত খাত থেকে একটু একটু কেটে সঞ্চয় করা হয়েছিল!
ভাই ও বোন! মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ হোন। সর্বাবস্থায় ভারসাম্যপূর্ণ হোন। বিনয় ও বিবেককে রাখুন সদা জাগ্রত।