আমি যে মাসজিদে সালাহ আদায় করি তার প্রথম সারিতে প্রায় প্রতি ওয়াক্তেই অংশ নেন এক পঞ্চাশোর্ধ ভদ্রলোক। উনার সম্ভবত কোন অসুখ বা ইনজুরি আছে। মাসজিদে হেটেই আসেন। কিন্তু সালাহ আদায় করার সময় চেয়ার ব্যবহার করেন। সিজদাহ ও বৈঠকগুলো চেয়ারে বসে করেন। তবে প্রতিটি রাকা’য়াহই শুরু করেন দাড়িয়ে। কিন্তু বেশিক্ষণ পারেননা দাড়িয়ে থাকতে। কখনো সূরা ফাতিহাহ পর্যন্ত, কখনোবা একটি বেশি একটু কম।
Share this post
রুগ্নতার পূর্বে সুস্থতা
Share this post
আমি যে মাসজিদে সালাহ আদায় করি তার প্রথম সারিতে প্রায় প্রতি ওয়াক্তেই অংশ নেন এক পঞ্চাশোর্ধ ভদ্রলোক। উনার সম্ভবত কোন অসুখ বা ইনজুরি আছে। মাসজিদে হেটেই আসেন। কিন্তু সালাহ আদায় করার সময় চেয়ার ব্যবহার করেন। সিজদাহ ও বৈঠকগুলো চেয়ারে বসে করেন। তবে প্রতিটি রাকা’য়াহই শুরু করেন দাড়িয়ে। কিন্তু বেশিক্ষণ পারেননা দাড়িয়ে থাকতে। কখনো সূরা ফাতিহাহ পর্যন্ত, কখনোবা একটি বেশি একটু কম।