লেকচার: হোয়াট ইফ দ্য প্রফেট ভিজিটস ইউ?
এটি একটি জুমু'য়াহ খুতবাহ। এখানে উসতাদ বাজুর এক অসাধারন চিত্রকল্প তুলে ধরেছেন যেখানে বিশ্বনাবি মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম যেন বেড়াতে এসেছেন এক ব্যক্তির বাড়ি...
সাহাবি আব্দুল্লাহ ইবন মাস’উদ তাবি’ই রাবি ইবন খুসায়ামকে বলেছিলেন- “ও রাবি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যদি তোমাকে দেখতেন, তাহলে তোমাকে অনেক ভালবাসতেন।” শেইখ আকরাম নাদয়ি তার একটি ক্লাসে1 ইবন মাস’উদের এ উক্তিটি উদ্বৃত করে রাবির উদারতার একটি ঘটনাও বর্ণনা করেছিলেন2। সে ঘটনায় উদারতার চরম দৃষ্টান্ত নিহিত রয়েছে বটে, তবে আজকের লেখায় ঘটনাটিকে ইঙ্গিত করার উদ্দেশ্যটা ভিন্ন। আজকে আমরা সাহাবি ইবন মাস’উদের মন্তব্যে কল্পনার যে অবলম্বন রয়েছে তা নিয়ে কথা বলব। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে কেন্দ্র করে কল্পনা করা! খুব সেনসিটিভ বটে, কিন্তু তা করার দৃষ্টান্ত আছে অনেক।
ছোট বেলা থেকে আমরা ‘জন্ম যদি হত মোদের রাসুল পাকের কালে’3 গানটি শুনে আসছি। কথাগুলো খেয়াল করলে বোঝা যাবে, শিল্পী আবুল কাশেম এ গানে- ছোটদের সাথে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের আচরণের যেসব বর্ণনা বিভিন্ন হাদিসে এসেছে সেগুলোকে সামনে রেখে- কল্পনার আশ্রয়ে গানটি লিখেছেন। যেমন-
গল্প ছলে ভাল কথা
শুনিয়ে দিতেন কত
আহা সবার কাছে এসে।
তাকে সালাম দেবার আগে
সালাম দিতেন মোদের
খেতে দিতেন যা আছে তাই
আদর করে রে
আমরা ইমাম ‘উমার সুলাইমানকেও দেখেছি তার রামাদান সিরিজে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে কেন্দ্র করে কল্পনা সাজাতে4। সে কল্পনা জান্নাহ- যেখানটায় আবাস লাভ করতে পরম করুনাময় আল্লাহর কাছে ভিক্ষারত আমরা- এর বাড়িকে ঘিরে। আল-মাগরিব ইন্সটিটিউট ইন্সট্রাক্টর ও কবি আম্মাার আল-শুকরির কল্পনাও জান্নাহ-এর বাড়িকে ঘিরে। তার ‘জান্নাহ’ কবিতাটির এ অংশটুকু লক্ষ্য করুন:
Idle speech you shall never hear
And the prophets make up your social sphere...
Imagine you and your father with ages the same
Imagine showing off your book with no shame
Imagine nights with the sahaba their stories to entertain
Now imagine Muhammad (sallallahu ‘alihi wa sallam)
Imagine him knowing your name.5
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম জান্নাহ-এর বাসিন্দাদের নাম জানবেন- কি চমৎকার এ ব্যাপারটি! দয়াময় আল্লাহ আমাদেরকে জান্নাহর জন্য মনোনীত করুন!
কিন্তু এতো গেল জান্নাহর বাড়ি। আমাদের দুনিয়ার বাড়িকে ঘিরে কি কোন কল্পনা আছে? আছে বটে!
তিনি উস্তাদ বাজুর। যুক্তরাস্ট্রের বড় একটি মাসজিদের ইমাম। তিনি প্রদত্ত একটি জুমু’আ খুতবাহ’র টাইটেল হল ‘What if the Prophet ﷺ Visits You’ অর্থাৎ ‘যদি নাবি ﷺ আপনার বাড়ি বেড়াতে আসেন’। হৃদয়ের গভীর আবেগ দিয়ে তিনি তার কল্পনাটি চিত্রিত করেছেন।
শুনেই দেখুন! আর কল্পনা করুন নিজ বাড়িটিও। যদি প্রিয় নাবি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আমার-আপনার বাড়িতেও আসেন! তবে আমার কি কি আচরণ ও অভ্যাসে তিনি মুগ্ধ হবেন? কি আচরণ ও অভ্যাস আমাকে লজ্জায় ফেলে দিবে তার সামনে? এ এক অন্যরকম ‘থট এক্সপেরিমেন্ট’। যে এক্সপেরিমেন্টটি আমাদেরকে অন্যরকমভাবে উদ্বুদ্ধ করবে ইমান-‘আমালের পথে অধ্যবসায়ী হতে। ইনশাআল্লাহ!
ফুটনোটস:
ক্লাসটি Cambridge Islamic College এর Essential Fiqh for Modern Times কোর্সের। বর্তমানে তা deepdeen.tv ওয়েবসাইটে পাওয়া যাবে।
ঘটনাটি হল: রাবি এক ধরনের মিষ্টান্ন খুবই পছন্দ করেন। স্ত্রীর বড় ইচ্ছা- তিনি রাবির জন্য তা তৈরি করবেন। কিন্তু তাদের আর্থিক সামর্থ্য অত বেশি না! তাই ভদ্রমহিলা অল্প অল্প করে টাকা জমাতে লাগলেন। যখন যথেষ্ঠ পরিমান টাকা জমল, তিনি উপকরণাদি কিনে মিষ্টান্নটি প্রস্তুত করে ফেলেন। রাবি বাড়ি ফিরলে, তিনি তা তাকে পরিবেশন করেন। এমন সময় একজন ভিখারী দরজায় কড়া নাড়েন। ভিখারী রাবিকে বলেন তার অনাহারের কথা। উদার রাবি অতশত চিন্তা না করে পুরো মিষ্টান্নই তাকে দিয়ে দেন। ভিখারী যখন তা খাচ্ছিল, রাবির স্ত্রী এ দৃশ্য দেখে বললেন- সে যদি জানত, সে কি খাচ্ছে! রাবি বললেন- সে যদিও না জানুক, তার প্রভূ জানে!
লিরিক্স দেখুন: https://sosasbd.org/vd/?pid=277
দেখুন: Jannah: Home at Last সিরিজ। বিশেষ করে ২০ তম পর্ব