আমি যেহেতু সাত মসজিদ রোড দিয়ে প্রতিদিনই যাতায়াত করতাম তাই জায়গাটা খুঁজে পেতে কোন সমস্যাই হলনা। এমনকি আমি আগে থেকেই জানতাম যে, এই বাড়িতেই থাকেন শাহাদাত কাকা- চাকরি করেন। বাড়িতে ঢুকতে আরো কয়েকজনকে দেখলাম। তাদের সবারই কর্মস্থল কাম আবাস এটি। কেউ ড্রাইভার, কেউ বা অন্য কোন পদের কর্মচারী। আমি পরিচয় দিতেই তারা আমার আগমনের উদ্দেশ্য বুঝতে পারলেন। তারা আমার আগমনেরই অপেক্ষা করছিলেন।
Share this post
পানিতে (বুয়েট ছাত্রের) লাশ!
Share this post
আমি যেহেতু সাত মসজিদ রোড দিয়ে প্রতিদিনই যাতায়াত করতাম তাই জায়গাটা খুঁজে পেতে কোন সমস্যাই হলনা। এমনকি আমি আগে থেকেই জানতাম যে, এই বাড়িতেই থাকেন শাহাদাত কাকা- চাকরি করেন। বাড়িতে ঢুকতে আরো কয়েকজনকে দেখলাম। তাদের সবারই কর্মস্থল কাম আবাস এটি। কেউ ড্রাইভার, কেউ বা অন্য কোন পদের কর্মচারী। আমি পরিচয় দিতেই তারা আমার আগমনের উদ্দেশ্য বুঝতে পারলেন। তারা আমার আগমনেরই অপেক্ষা করছিলেন।